আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

মুহতারাম,

            আপনি নিশ্চ য়ই অবগত আছেন যে, আপনাদের সুপরিচিত ” জামি’আ মাহমুদিয়া ইসলামিয়া ” একটি খালেস দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান । মহান রব্বুল আলামীনের  অফুরন্ত দয়া, মেহেরবানী, আপনাদের দোয়া ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি সহীহভাবে দ্বীনী ইলম শিক্ষা এবং দ্বীন প্রচার-প্রসারের কাজ সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়ে আসছে । বর্তমানে এই প্রতিষ্ঠানে ১৩ টি বিভাগ চালু রয়েছে যথাঃ (১) তাফসীর (২)উলুমুল হাদীস (৩)ইফতা (৪) আদব (আরবী সাহিত্য) (৫)কিতাব (৬) হেফজ (৭) নাজেরা (৮)নূরানী (৯) বয়স্ক শিক্ষা  (১০) তাসনীফ (১১)দা’ওয়াহ (১২)শিক্ষা-সংস্কৃতি (১৩) বক্তৃতা প্রশিক্ষন ইত্যাদি ।

অত্র প্রতিষ্ঠানে প্রায় ৪০০ (চারশত) ছাত্র ইলমেদ্বীন অর্জন করে আসছে । যাদের অনেকে খানা মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং থেকে সরবরাহ করা হয়ে থাকে । এদের মধ্যে অনেকে অসহায়, গরীব ও এতীম ছাত্রদের সম্পুর্ণ খোরাকী মাদ্রাসার লিল্লাহ ফান্ড থেকে বহন করা হয়ে থাকে । বর্তমানে প্রতিষ্ঠানের  ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা বহন করা প্রতিষ্ঠানের পক্ষে খুবই কষ্টকর ।

এছাড়াও মাদ্রাসার পরিকল্পিত ৭তলা ভবনের ৩য় ও ৪র্থ তলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে । নির্মাণাধীন ভবনের কাজ সম্পন্ন করতে প্রায় ২কোটি টাকার প্রয়োজন ।

দ্বীন-দরদী মুসলমান ভাই-বোনদের প্রতি বিশেষ আবেদন এই যে, আপনাদের যাকাত, ফিতরা, কুরবানীর চামড়াসহ যাবতীয় অনুদান অত্র প্রতিষ্ঠানে প্রদান করে অসহায়, গরীব ও এতিম ছাত্রদের ইলম দ্বীন অর্জন করার সুযোগ করে দিন । এবং ভবন নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা করে পরকালের নাজাতের জয়ী’য়া হিসাবে কবুল করুন । আমিন ।

 

আরজ  গুজার

মুফতী মুহিব্বুল্লাহ কাসেমী

ফাযেলে দারুল উলুম দেওবন্দ, ভারত।

মুহতামীমঃ  অত্র জামি’আ ।